শনিবার শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ (ranil wickremesinghe resigned)।
বিক্রমসিংহ মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। শনিবার এক বিবৃতি দিয়ে তিনি ইস্তফা দেওয়ার বিষয়টি ঘোষণা করেন। টুইটারেও তিনি তার ইস্তফার কথা জানিয়ে দেন। উল্লেখ্য, আর্থিক ভাবে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় এখন অগ্মিগর্ভ পরিস্থিতি। দেশ জুড়ে শুরু হয়েছে গণবিক্ষোভ।
Sealdah Metro:শিয়ালদহ মেট্রো পরিষেবার উদ্বোধন ১১ জুলাই, উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন না মমতা
বিক্ষোভের জেরে এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষে। তাঁর জায়গায় বসেছিলেন বিক্রমসিংহ। কিন্তু তার পরও শ্রীলঙ্কার সঙ্কটময় পরিস্থিতির বদল হয়নি। শনিবার পরিস্থিতি চরমে ওঠে। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা কলম্বোতে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপর তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়ে। তবে গত শুক্রবার রাতেই প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে দেয় সেনা বাহিনী।