আর্থিক ভাবে চূড়ান্ত বিধ্বস্ত শ্রীলঙ্কায় (Srilanka Crisis) ক্ষোভের আগুন জ্বলছে। প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্ষের পদত্যাগের পরেও নিরসন হয়নি জন-ক্ষোভ। দেশজুড়ে চলতে থাকা হিংসা-কে বাগে আনতে শুট অ্যাট সাইটের (Shoot At sight) নির্দেশ দিলেন সে দেশের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাক্ষে।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় যে হিংসায় যুক্ত হতে দেখলেই তাকে গুলি করা হবে। দেশবাসীর কাছে এই শুট অ্যাট সাইট-এর বার্তা স্পষ্ট করা হয়। রাজাপাক্ষের পৈতৃক বাসভবনের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী জনস্টন ফার্নানডোর বাসভবনকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার জনরোষে এখনও পর্যন্ত এক সাংসদ সহ আটজনের মৃত্যু।
শ্রীলঙ্কায় সেনা শাসন। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে মঙ্গলবার সকালেই দেশের শাসন ব্যবস্থা সেনা ও পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, শ্রীলঙ্কা ছাড়ার প্রস্তুতি শুরু করে দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে বেরিয়ে আশ্রয় নিয়েছেন কলম্বোর খুব কাছেই নৌ-সেনা ঘাঁটিতে। এদিকে, জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশনে ডাকার জন্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের কাছে অনুরোধ করেছেন সংসদের অধ্যক্ষ মাহিন্দা ইয়াপা।