রেস্তোরাঁয় খেয়ে বিল না দেওয়ার কারণে নানা জটিলতায় পড়তে হয় ক্রেতাদের। তা নিয়ে নানা মজার কাহিনিও ছড়িয়ে আছে দেশ-বিদেশে। কিন্তু, স্রেফ রেস্তোরাঁর বিল না দিতে হয় যাতে, তার জন্য হৃদরোগে আক্রান্ত হওয়ার 'নাটক', তাও একবার দু'বার নয়, টানা ২০ বার- এমন কথা কেউ কখনও শুনেছেন বলে মনে হয় না!
ঘটনার সূত্রপাত, স্পেনের ব্লাঙ্কা রাজ্যের একটি রেস্তোরাঁয়। অভিযোগ, খাওয়াদাওয়ার পর ওয়েটার ৩৭ ডলারের বিল ধরানোর পর ওই ব্যক্তি জানান, তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই ওই মুহূর্তে। তাই সামনের হোটেলে তাঁর রুমে গিয়ে তিনি টাকাটা নিয়ে এসে দিয়ে যাবেন। কিন্তু, রেস্তোরাঁর কর্মচারীরা তাঁকে ছাড়তে রাজি না হওয়ায় তিনি ওই রেস্তোরাঁর মধ্যে হৃদরোগের অভিনয় করতে শুরু করেন। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে অনুরোধ করেন তিনি। কিন্তু, তাঁদের সন্দেহ হওয়ায়, তাঁরা অ্যাম্বুলেন্সের বদলে পুলিশকে খবর দেন।
পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায়, ৫০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও স্পেনের অন্তত ২০টা রেস্তোরাঁ থেকে বিল না মেটানোর জন্য হৃদরোগে আক্রান্ত হওয়ার অভিনয় করার অভিযোগ উঠেছিল!