আওয়ামি নেত্রী শেখ হাসিনাকে শিক্ষা দিতে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধানমুন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল বৈষম্য মূলক ছাত্রনেতারা। সংবাদ সংস্থা এজেন্সি ফ্রেঞ্চ প্রেসের খবর, স্থানীয় সময় রাত এগারোটার সময় বঙ্গবন্ধুর বাড়ির সামনে প্রথম বুলডোজার, ক্রেন, ভ্যাকুয়ম মেশিন নিয়ে হামলা হয়।
বাড়ির ভিতর ও বাইরে রাতভর তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বুধবারই আওয়ামি নেত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচার করেছিল তাঁর দলের যুব এবং ছাত্র সংগঠন। তারপরেই রাতে বঙ্গবন্ধু ৩২ নম্বর ধানমুন্ডির বাড়িতে হামলা করা হয়েছে। যে ভিডিও বাইরে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে প্রথম তাণ্ডব শুরু হয়।
যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাশ। তিনি জানিয়েছেন, এভাবে আক্রমণ পাকিস্তান শাসনের সময়েও হয়নি। যা হয়েছে, তা অভ্যবতার চূড়ান্ত। আর সহ্য করা যাচ্ছে না বলেও ইউনুস সরকারকে আক্রমণ করেছেন তিনি।