পাকিস্তানে এখন আর্থিক অবস্থা এমনই বেহাল (economic crisis in Pakistan) যে, মোষের থেকে সস্তায় সিংহ মিলছে ! পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেই দেশে এখন একটি মোষের দাম শুরু হচ্ছে সাড়ে তিন লাখ টাকা থেকে, যা ক্ষেত্র বিশেষে ১০ লাখ টাকাতে ঠেকছে। অথচ সিংহ মিলছে মাত্র দেড় লাখ টাকা খরচ করেই।
পাকিস্তানের একটি টিভি চ্যানেল জানিয়েছে, লাহোরের ‘সাফারি জু’—র কাছে এই মুহূর্তে রয়েছে অন্তত ৪০টি আফ্রিকান সিংহ। দেশের তীব্র অর্থনৈতিক সংকটে চিড়িয়াখানার তহবিলেও টান পড়েছে। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৯টি সিংহ ও ৩টি সিংহীর প্রত্যেকটিকে দেড় লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাক সংবাদমাধ্যম চিড়িয়াখানার সূত্র উল্লেখ করে জানিয়েছে, এতগুলি সিংহের দেখভালের খরচ তারা সামলে উঠতে পারছেন না, তাই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sanjay Raut: ৬ ঘণ্টা জেরার পর গভীর রাতে গ্রেফতার সঞ্জয় রাউত
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই সিংহগুলি কেনা যাবে লাহোরের চিড়িয়াখানা থেকে। গত বছরেও এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ১৪টি সিংহ বিক্রি করে দিয়েছিল।
উল্লেখ্য, পাকিস্তান এখন তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানির দাম আকাশছোঁয়া। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যেরও।