Bangladesh Fire : ঢাকার সাততলা ভবনে আগুন, পুড়ে মৃত্যু ৪৩ জনের, আহত বহু

Updated : Mar 01, 2024 07:32
|
Editorji News Desk

বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড । বৃহস্পতিবার রাতে ঢাকার একটি সাততলা ভবনে আগুন লাগে । ঘটনায় প্রায় ৪৩ জনের মৃত্যু হয়েছে । আহত ৪০ জনের বেশি  তাঁদের চিকিৎসা চলছে  ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী । 

বহুতলে আগুন

দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন,  বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার বেইলি রোডে অবস্থিত একটি সাততলা ভবনে আগুন লাগে । জানা গিয়েছে, বহুতলটির দ্বিতলে একটি নামী বিরিয়ানির দোকান ছিল। সেখান থেকেই কোনওভাবে আগুন লাগে । প্রথমে আগুল লাগে প্রথম এবং দ্বিতলে । তারপর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে । বহুতলে আটকে পড়েন বহু মানুষ । অনেকে উপর থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন, আবার অনেকে ছাদে গিয়ে আশ্রয় নেন । জানা গিয়েছে, ওই বহুতলে রেস্তরাঁ ছাড়াও ছাড়াও জামাকামড়, মোবাইল এবং অন্যান্য দোকান ছিল ।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩টি ইঞ্জিন । দু'ঘণ্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে এসেছে । মোট ৭৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে । তাঁদের মধ্যে ৪০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে । সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়তে পারে । কী কারণে আগুন লাগল তা জানা যায়নি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Fire

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির