'তিনদিনের জেল আর সাতদিনের ফাঁসি'র কথা আমরা জানি! লঘুপাপে গুরুদণ্ডের উদাহরণ দিতে যা অহরহ ব্যবহার করা হয়। কিন্তু, স্রেফ টুইটারের সরকারের বিরোধিতা করার জন্য ৩৪ বছরের (Saudi Arabia woman sentenced for 34 years prison) জেল? হ্যাঁ। এবার এমনটাই ঘটল সৌদি আরবে।
ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের (Leeds University) পড়ুয়া ৩৪ বছর বয়সী সালমা আল-শেহাব। তাঁর নিজস্ব টুইটার অ্যাকাউন্ট আছে। সেখান থেকেই তিনি কয়েকটি রিটুইট (Re-tweet) করেছিলেন। সরকার বিরোধী কয়েকজনকে 'ফলো'ও করা ছিল। সেই 'অপরাধে' তাঁর সাজা হল ৩৪ বছরের কারাদণ্ড (34 years imprisonment)!
আরও পড়ুন: জন্মাষ্টমীতে কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি
প্রথমে ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করার জন্য দুই সন্তানের জননী সালমা আল-শেহাবকে প্রথমে ৩ বছরের কারাদণ্ডের (Sentenced for 34 years imprisonment) 'সাজা' দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগে বলা হয় যে, 'তিনি জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছেন এবং সমাজ ও দেশের নিরাপত্তাও তাঁর এই কাজ অতি বিপজ্জনক'। কিন্তু, তাঁর এই 'সামান্য সাজা'য় খুশি হননি অনেকে। তাই সরকারি আইনজীবী তাঁর সাজা বাড়িয়ে ৩৪ বছরের জেল ও ৩৪ বছরের ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি জানালে আদালত তা মেনে নেয়!
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের (US president Joe Biden) সৌদি সফরের কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি আরবের বিশেষ সন্ত্রাসবাদী আদালতের পক্ষ থেকে এই রায় জানানো হল।