‘‘প্রশাসনিক অব্যবস্থা শ্রীলঙ্কায় বিপর্যয় (Sri Lanka Crisis) ঘটিয়েছে’’,এডিটরজির (Editorji) প্রতিষ্ঠাতা বিক্রম চন্দ্রকে (Vikram Chandra) এমনটাই বলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনথ জয়সূর্য (Sanath Jayasuriya)। শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সনথ বলেন, সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে। তাঁদের স্বার্থেই তিনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁর মতে রাজাপক্ষে সরকার শ্রীলঙ্কার অর্থনৈতিক বাস্তবতা অস্বীকার করার পাশাপাশি জনগণের সাথে মিথ্যাচার করেছে। এই কারণে মানুষকে রাস্তায় নামতে হয়েছিল। দেশে এই মুহূর্তে পরিবর্তন অত্যন্ত প্রয়োজন।
ওষুধ, অর্থ এবং জ্বালানি দিয়ে শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন সনথ জয়সূর্য। তিনি বলেন, শ্রীলঙ্কাকে একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে আসতে হবে, তাহলে আন্তর্জাতিক গোষ্ঠীগুলি এই দ্বীপরাষ্ট্রটিকে সাহায্য করতে সক্ষম হবে।