নিউ ইয়র্কে ২০২২ সালে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনা নিয়েই এবার আসছে বই। ১১ অক্টোবর বুধবার এমনই ঘোষণা করে পেঙ্গুইন ব়্যানডম হাউজ। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, রুশদির সেই বইয়ের নাম, 'নাইফ, মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পটড মার্ডার'। ২০২৪ সালের ১৬ এপ্রিল বইটি প্রকাশিত হবে।
শতকা ইনস্টিটিউশনে সলমন রুশদির উপর হামলা চালানো হয়। ঘটনার সঙ্গে সঙ্গে গোটা প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় হামলাকারীকেও। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে এক ব্যক্তির সঙ্গে রুশদিকে পরিচয় করানো হচ্ছিল। সেই সময়ই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন ওই দুষ্কৃতী। জানা যায়, তাঁকে ১০-১৫ বার কোপানো হয়েছিল। ক্রমাগত তাঁর ঘাড়ে আঘাত করা হয়।
আরও পড়ুন: ইজরায়েলি শিশুদের 'শিরোচ্ছেদ' করে হত্যা করেছে হামাস! বাইডেনের দাবিকে অস্বীকার
এই ঘটনার পরই এক চোখে দৃষ্টি হারান লেখক। ঘাড়ের স্নায়ুতে এখনও জখম আছে। তবু নতুন বই প্রকাশ করবেন রুশদি। নিউ ইয়র্ক টাইমসে রুশদি জানিয়েছেন, তাঁর কাছে এই বই লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যা ঘটেছে, সেই হিংসার জবাব শিল্পের মাধ্যমে দিতে চেয়েছেন বলে জানিয়েছেন রুশদি।