ভারতের চন্দ্রযান-থ্রি-এর সঙ্গে জোর টক্কর দিচ্ছিল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ । সোমবারই চাঁদে অবতরণ করার কথা লুনার । কিন্তু, তার আগেই বিপত্তি । শেষ অপারেশন সফল হল না লুনা-২৫-এর । তাহলে কি চাঁদের মাটিতে পৌঁছনোর স্বপ্ন কি ভেঙে যাবে রাশিয়ার ?
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে, শনিবার লুনা-২৫ এর চাঁদের প্রি-ল্যান্ডিং অরবিটে পৌঁছনোর কথা ছিল । কিন্তু, নির্দেশ অনুযায়ী কাজ করেনি লুনা-২৫ । চাঁদে অবতরণের ঠিক আগের মুহূর্তে ম্যানুভারের সময়ে জরুরি অবস্থার সৃষ্টি হয় । সেক্ষেত্রে কি সোমবার চাঁদে অবতরণ করবে না লুনা ? সেই বিষয়ে রাশিয়ার তরফ থেকে কিছু জানানো হয়নি ।
ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণের প্রায় এক সপ্তাহ পরে রাশিয়া ভস্তোচেনি কসমোড্রোম থেকে লুনা-২৫ উৎক্ষেপণ করে। কিন্তু, ভারতের আগেই চাঁদে অবতরণ করার কথা ছিল রাশিয়ার চন্দ্রযানের । পরিকল্পনা মতোই সব কাজ হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তৈরি হল সমস্যা ।