রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে নিয়ে যাচ্ছিল রাশিয়ার এই সামরিক পরিবহণের বিমান। ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী এলাকায় তা ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। বিমানে ৬৫ জন যুদ্ধবন্দি ছাড়াও ছজন ক্রু এবং তিনজন প্রহরী ছিলেন।
তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে রুশ সরকারের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। যদিও এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অন্য খবর জানা যাচ্ছে ইউক্রেনের সংবাদমাধ্যম থেকে।
তারা দাবি করেছে, তাদের দাবি, বিমানটিতে যুদ্ধবন্দি নয়, এস-৩০০ বিমান প্রতিরোধী ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল। তাই ইউক্রেনীয় বাহিনীই বিমানটিকে গুলি করে নামিয়েছে।