চাঁদের মাটি ছোঁয়ার তাড়াই কি কাল হল? ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’। জার্মান একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর , আর এক ধাপ পেরোলেই সোমবার চাঁদে পৌঁছে যেত রাশিয়ার মহাকাশযান। কিন্তু অঘটন ঘটে গেল তার আগেই। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ভেঙে পড়ে লুনা , বিশেষজ্ঞদের মতে গতির কারণেই এই বিপত্তি ঘটেছে।
Rahul Gandhi: রাজীবের পছন্দের জায়গা, প্যাংগংয়ে পিতার জন্মদিন পালন রাহুলের
এদিকে , চাঁদের আরও কাছে ভারতের চন্দ্রযান থ্রি । বর্তমানে দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার । ঠিক আর একটা ধাপ পেরোলেই চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান । ইসরোর তরফে জানানো হয়েছে, শেষ ও ফাইনাল ডি-বুস্টিং অপারেশন (De-Boosting Operation) সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে চন্দ্রযান থ্রি । এর পরের ধাপেই রয়েছে আসল পরীক্ষা । আর সেই পরীক্ষার ফল পাওয়া যাবে ২৩ অগাস্ট ।