Russia-Ukraine: নিরীহ মানুষের মৃত্যু মানা যাচ্ছে না, রাষ্ট্রপুঞ্জে বন্ধু রাশিয়ার বিরুদ্ধেই ভোট ভারতের

Updated : Oct 19, 2022 11:25
|
Editorji News Desk

ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।  এবার রাষ্ট্রপুঞ্জে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিল নয়াদিল্লি। বুধবার অস্ট্রেলিয়ায় সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, 'যেভাবে নিরীহ মানুষের প্রাণ নেওয়া হচ্ছে এবং পরিকাঠামোগুলিকে নিশানা করা হচ্ছে, তা বিশ্বের কোনও দেশই মেনে নেবে না।'

রাশিয়া থেকে অশোধিত বিপুল পরিমাণ তেল আমদানি করলেও ভারত  প্রথম থেকেই রাশিয়া-ইউক্রেন এই দুই দেশের মধ্যে শত্রুতা কমিয়ে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে এসেছে। প্রয়োজনে মধ্যস্থতা করতেও রাজি রয়েছে বলেও জানিয়েছিল ভারত। সম্প্রতি সমরখন্দে ভারত-রাশিয়া শীর্ষ বৈঠকেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল অবৈধ ভাবে সংযুক্তিকরণ করার মঙ্গলবার রাতে রাষ্ট্রপুঞ্জে নিন্দা প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছিল। ওই প্রস্তাব এনেছিল অ্যালবেনিয়া। ওই প্রস্তাবে ইউক্রেনের ডনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জ়াপোরিজিয়া অঞ্চল রাশিয়ার দখল করা এবং সেখানে অবৈধ ভাবে গণভোট করানোর নিন্দা ও বিরোধিতা ছিল। 

রাশিয়া আলবেনিয়ার প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানায়। রাশিয়ার বিরুদ্ধেই ভোট দেয় ভারত। ভারত ছাড়াও ১০০টির বেশি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে।  রাশিয়া আলবেনিয়ার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন করে। এই আবেদনেও ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিল। ১০৭টি দেশ রাশিয়ার বিপক্ষে ছিল। ৩৯টি দেশ ভোট দেয়নি। কূটনৈতিক মহল মনে করছে, হার নিশ্চিত জেনেই রাশিয়া এবং চিন ভোট দেয়নি। যদিও এই ভোট দানের ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন  রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। তাঁর অভিযোগ, নিরাপত্তা পরিষদে জালিয়াতি হচ্ছে। 

Ukrainerussia ukraine conflictRussiaIndia

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির