শুক্রবার রাত থেকে টানা লড়াইয়ের পর ইউক্রেনের (Ukraine) মাটিতে বড় সাফল্য পেল রাশিয়া (Russia)। শেষ খবর অনুযায়ী, ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি (Russians attack on Ukraine's nuclear plant) দখল করে নিয়েছে রুশ সেনা।জাপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। যদি ইউক্রেনের সেনা প্রত্যাঘাতের চেষ্টা করছে।
আরও পড়ুন: Ukraine crisis: রাশিয়ার হামলা, দাউ দাউ করে জ্বলছে ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রুশ বাহিনী ওই বিদ্যুতকেন্দ্রে লাগাতার হামলা (Russians attacked on Ukraine nuclear plant) শুরু করে। এর ফলে ওই প্ল্যান্টের আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। অবশেষে ইউক্রেনের সেনা পিছু হটেছে বলেই খবর৷ এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
রাশিয়ার হামলায় জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রের ৬টি রিয়্যাকটরের ১টিতে আগুন লেগে যায়। যে রিয়্যাকটরে আগুন লাগে, তার মধ্যে রয়েছে পারমাণবিক জ্বালানি।