রাশিয়ার (Russia) আক্রমণে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের (Ukraine) বিরাট অংশ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে একের পর এক শহর। অসংখ্য মানুষ দেশছাড়া। প্রাণ হারিয়েছে অনেকে।
বেলারুশ, ক্রিমিয়া এবং রাশিয়ার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে রুশ সেনা। কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে ইউক্রেনের (Ukraine Crisis) প্রতিরোধ। শহরগুলিতে বৃষ্টির মতো বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। রাস্তাঘাট শুনশান। বাংকারে ভিড়। বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি খালি। হস্টেলের নিচের বাংকারে লুকিয়ে আছেন পড়ুয়ারা। ইউক্রেনের রাষ্ট্রপতিও আশ্রয় নিয়েছেন বাংকারে।
রাজধানী কিয়েভের বড় অংশের দখল নিয়েছে রুশ ট্যাঙ্ক। টানা গোলাগুলি চলছে শহরে। কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই চলছে। বিক্ষিপ্ত প্রতিরোধ ভেঙে শহরে ঢুকছে রুশ সেনা। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর শহর কিয়েভ।
ইউক্রেন জুড়ে কেবল ধ্বংস আর মৃত্যুর বীভৎসতা। দাউ দাউ আগুনে জ্বলছে একের পর এক বাড়ি। ধ্বংস হয়ে গিয়েছে পথঘাট, পার্ক, শহরের ধারের বাগান। ধ্বংস হয়েছে স্কুলবাড়ি।
আরও পড়ুন: Ukraine Crisis: না জানিয়ে ইউক্রেন ছাড়তে ভারতীয়দের নিষেধাজ্ঞা, নিরাপত্তা পরিষদে ভোটে নেই ভারত
রাস্তায় ছড়িয়ে রয়েছে বোমায় ধ্বংস হওয়া গাড়ির অবশেষ। ইউক্রেনের সেনাদের মৃতদেহ পড়ে রয়েছে রাস্তায়। চূড়ান্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন বৃদ্ধ, বৃদ্ধা এবং শিশুরা
ইউক্রেনের মর্মান্তিক দৃশ্য রক্তাক্ত করছে বিশ্বমানবতাকে। দাবি উঠেছে এই যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল হয়েছে রাশিয়াতেও।