এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ (Russua Ukraine War) বন্ধে এবার মুখোমুখি কথা বলতে উদ্যোগী হল রাশিয়া (Russia) এবং ইউক্রেন (Ukraine)। তুরস্কে সোম বা মঙ্গলবার এই বৈঠক হতে পারে।
এর আগেও দু'পক্ষে বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও সমাধানসূত্র মেলেনি।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) রবিবার জাতির উদ্দেশে তাঁর বক্তৃতায় বলেন, তুরস্কে দ্বিপাক্ষিক বৈঠকে ইউক্রেন নিজের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় সরব হবে। তিনি জানান, ইউক্রেন চায় অবিলম্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।
আরও পড়ুন: Russia Ukraine War : নিজেদের কর্নেলের উপরেই ট্যাঙ্ক হামলা রুশ সেনার! মৃত আরও এক জেনারেল
জেলেনস্কি আরও জানান, তিনি বিভিন্ন দেশের সংসদকে অনুরোধ করেছেন রাশিয়ার শুভবুদ্ধির উদয়ের জন্য চেষ্টা করতে। মারিওপোলের মতো শহরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তারও উল্লেখ করেন তিনি।
ইউক্রেনের সেনাবাহিনীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি৷ তিনি বলেন, বীরের মতো রুশ আক্রমণ প্রতিরোধ করেছেন তাঁরা।
জেলেনস্কি রবিবার জানান, রুশ সেনা সরে গেলে ন্যাটোয় যোগদান নিয়ে গণভোটের পথে হাঁটবেন তিনি।