রুশ সংবাদসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ইউক্রেনের (Ukraine) একটি প্রতিনিধিদল বেলারুশে (Belarus) এসে পৌঁছেছে। দু'পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়েছে।
মস্কোর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন৷ তবে আদৌ কোনও সমাধান মিলবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কির দফতর জানিয়েছে, তারা সম্পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানাবে। যদিও ক্রেমলিন কী চাইবে তা এখনও স্পষ্ট নয়।
টানা কয়েকদিনের যুদ্ধের পর রবিবার রাত থেকে পরিস্থিতি কিছুটা শান্ত। যদি বেলারুশের সামরিক সাহায্য রাশিয়া (Russia) পেলে পরিস্থিতি আবারও অশান্ত হতে পারে।
আরও পড়ুন : Ukraine Crisis: বিয়ারের বোতল দিয়ে বোমা তৈরি ইউক্রেনের, উড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়ান ট্যাঙ্কও
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, খুব দ্রুত বেলারুশের সেনা রাশিয়াকে সাহায্য করতে পারে। বেলারুশ কী করবে তা নির্ভর করছে রুশ-ইউক্রেন বৈঠকেট উপরে।