টানা ১০ দিন যুদ্ধের পর এবার সাময়িক যুদ্ধবিরতি(Ceasefire) ঘোষণা করল রাশিয়া(Russia)। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে(Ukraine) আটকে থাকা নিরাপরাধ নাগরিকদের(Common People) জন্যই এই সিদ্ধান্ত।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, মানবিক করিডর গড়ে দেওয়া হবে জনসাধারণের জন্য। যাতে তাঁরা দেশ ছেড়ে নিরাপদে বেরিয়ে যেতে পারেন। রাশিয়ার(Russia) এই সিদ্ধান্তে সম্মত হয়েছে ইউক্রেনও(Ukraine)। শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় যুদ্ধবিরতির(Ceasefire) ঘোষণা করে রাশিয়া।
আরও পড়ুন- Ukraine Crisis: সাময়িক যুদ্ধ বিরতির সিদ্ধান্ত রাশিয়ার, ন্যাটোকে দুষছেন ইউক্রেনের প্রেসিডেন্ট
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে(Ukraine) সেনা অভিযানের ডাক দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। তারপর থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের(Ukraine) প্রচুর সাধারণ নাগরিক(Common People), রক্ত ঝরেছে দুই দেশের সেনারও।