পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক (Rupert Murdoch) । গত বছরই চতুর্থ স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন তিনি । এরপর নতুন করে প্রেমেও পড়েন রুপার্ট । কয়েক মাসের আলাপে প্রাক্তন পুলিশ কর্মী অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তিনি । ৯২ বছরে এসে নতুন জীবন শুরু করছেন বলে জানিয়েছেন রুপার্ট (Rupert Murdoch Wedding) ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই দু'জনের এনগেজমেন্ট হয়ে গিয়েছে । আগামী গ্রীষ্মেই বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের । এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে রুপার্ট জানান, ভীষণ নার্ভাস ছিলেন । আবার প্রেমে পড়তে ভয় পেতেন । কিন্তু এটাই শেষ বার । এবার সব ভাল হবে বলে আশা করছেন তিনি । অ্যান লেসলির সঙ্গে বিয়ের সিদ্ধান্তে খুব খুবই খুশি তিনি । অন্যদিকে, ৬২ বছরের লেসলি জানান, তিনি ১৪ বছর ধরে বিধবা । রুপার্টের মতো তাঁর স্বামীও ব্যবসায়ী ছিলেন । সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে তাঁর আলাপ । আসলে তাঁদের মধ্যে বোঝাপড়া খুব ভাল ।
আরও পড়ুন, Bangladesh Bus Accident: বাংলাদেশে পদ্মা সেতুর আগে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত্যু ১৭ জনের, আহত ৩০
২০১৬ সালে চতুর্থ পত্নী জেরি হলের সঙ্গে বিয়ে হয়েছিল রুপার্টের । মাত্র ৬ বছরেই বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা । প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তানও রয়েছে এই মিডিয়া টাইকুনের ।