বসন্তে বিয়ের ফুল। বর্ষায় বসবেন পিঁড়িতে। এই খেলায় এবার কাঞ্চন মল্লিকতেও টেক্কা দিলেন মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক। ৯২ বছর বয়সে পঞ্চমবার বিয়ে করছেন তিনি। পাত্রী রুশ ইলিনা জুকোভা। বয়স ৬৭ বছর।
এক বছর আগের মার্চ মাসে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিল রুপার্ট। এক বছর পর সেই মার্চে এবার বিয়ের দিন ঘোষণা করলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের খবর, আগামী জুনে ক্যালিফোর্নিয়ার ভিনইয়ার্ডে এই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে।
মলিকিউরাল বায়োলজিস্ট ইলিনা বর্তমানে মার্কিন নাগরিক। তাঁর কন্যা দাশা জুকোভা একজন শিল্পপতি। এর আগে, অ্যান লেসলির সঙ্গে বিয়ের কথা জানান মার্ডক। কিন্তু বাগানের একমাসের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়।
ফোর্বসের তথ্য অনুযায়ী, মার্ডকের সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি ডলার। ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ, টাইমস নেটওয়ার্কের মতো একাধিক সংবাদ প্রতিষ্ঠান তৈরি করেছেন রুপার্ট মারডক।