ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মায়ের হাতে তৈরি মিষ্টি খেলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনেস্কি। সেই ভিডিও শেয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই।
দিন কয়েক আগে মা ঊষার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঋষি। নিজের হাতে বরফি তৈরি করে সুনককে দিয়েছিলেন মা। তার পর পরই জেলেনেস্কির সঙ্গে বৈঠক ছিল সুনকের। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, জেলেনেস্কির সেই সময়ে খিদেও পেয়েছিল। রীতিমতো তৃপ্তি করে বরফি খেয়েছেন জেলেন্সকি।
Chinese Influencer Dies: ১০০ কেজি ওজন কমাতে গিয়ে মৃত্যু চিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, জেলেনেস্কি তাঁর হাতে তৈরি বরফি খেয়েছেন জেনে খুব খুশি হয়েছেন মা ঊষা সুনক।