ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত পর্বের লড়াইয়ে ঢুকে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রথম চার রাউন্ডেই স্পষ্ট হয়ে গিয়েছিল, চূড়ান্ত রাউন্ডে তিনিই পৌঁছবেন। কিন্তু প্রশ্ন ছিল, কে হবেন তাঁর প্রতিদ্বন্দ্বী। শেষপর্যন্ত ঋষির সঙ্গে লড়াই হবে লিজ ট্রাসের।
প্রথম থেকে পঞ্চম রাউন্ড পর্যন্ত লড়াইয়ে ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির এমপিরাই। শুধু ব্রিটেনের হাউস অব কমন্সে নির্বাচিত দলীয় এমপিরাই নন, এবার চূড়ান্ত পর্বে ভোট দেবেন কনজারভেটিভ পার্টির দেড় লক্ষাধিক সদস্য। পঞ্চম রাউন্ডের ভোটাভুটিতে ছিটকে গেলেন আর এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মডান্ট। এই রাউন্ডে কনজারভেটিভ বা টোরি এমপিদের মধ্যে ১৩৭ জন ভোট দিয়েছেন ঋষিকে। লিজ পেয়েছেন ১১৩ ভোট। পেনি ১০৫টি ভোট পেয়ে ছিটকে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে।
আরও পড়ুন- Ranil Wickremesinghe: অশান্ত শ্রীলঙ্কায় বিরাট ব্যবধানে জয় পেয়ে প্রেসিডেন্টের পদে রনিল বিক্রমসিঙ্ঘে
গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেওয়ার পরেই দলের অন্দরে পরবর্তী নেতার খোঁজ শুরু হয়। প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মনোনয়ন দেন সাত জন। শুরু হয় ছাঁটাই পর্ব। প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি।