রাত দখল আর কোনও রাজ্য, বা জেলার গণ্ডিতে বেঁধে নেই। মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই ডাক, লড়াইয়ের আগুন এখন দেশ-কালের সীমানা ছাড়িয়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়েছে। একসঙ্গে বহু মোম জ্বলে উঠলেও, যে তা সকালের মতোই দেখায়। এমন নতুন ভোরের স্বপ্নে রাত দখলে যোগ দিলেন ওপার বাংলার চট্টগ্রামের মেয়েরাও।
“মেইফুয়া অক্কল রাইত দহল গরো”- নিজেদের ভাষার, নিজেদের সংস্কৃতির আঁচেই এই ডাকে পা মিলিয়েছেন চট্টগ্রামের মহিলা ব্রিগেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বড় জমায়েত করে এই কর্মসূচি শুরু হয়। এছাড়াও বাংলাদেশের আরও একাধিক জায়গায় ‘রাত দখল কর্মসূচি’ নিয়েছেন নারীরা।
কয়েক হাজার মহিলার চিৎকারে মুখরিত হয়ে ওঠে চত্বর। সকলের হাতে মোমবাতি, আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং মৃত্যুর ঘটনায় মিনিট কয়েকের নীরবতাও পালন করেন তাঁরা।
ওই প্রতিবাদ মঞ্চ থেকেই এক আন্দোলনকারীর বার্তা, “আবারও প্রমাণ হল উপমহাদেশে কোথাও মেয়েরা নিরাপদ নন। আমরা রাতেও চলাফেরা করতে চাই। গণপরিবহণ ব্যবহার করতে চাই। সরকারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।”
“ মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।” এই একই সুরে ফের মিলে গেল দুই বাংলার মা-বোনেরা। রবিবারেও রাজ্যের একাধিক অঞ্চলে মেয়েদের রাত দখলের কর্মসূচি রয়েছে।