এবারে মহালয়াতে সূর্যগ্রহণ (Solar eclipse)! গত ১০০ বছরে এমন ঘটনা প্রথমবার ঘটতে চলেছে। চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে এটি। মহালয়ার দিন, ১৪ অক্টোবর। বিগত ১০০ বছরের ইতিহাসে কখনও মহালয়ার (Mahalaya) দিন সূর্যগ্রহণ পড়েনি। ফলে এটিকে বিরল সূর্যগ্রহণ বলেই গণ্য করা হচ্ছে।
আরও পড়ুন: সূর্যের ছায়ার চাদরে মুখ ঢাকবে চাঁদ, এমন বিরল দৃশ্য দেখতে রাতের আকাশে চোখ রাখবেন কবে?
আগামী ১৪ অক্টোবর রাত ৮টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ (Solar eclipse) লাগবে। গ্রহণ ছাড়বে তার পরেরদিন মধ্য়রাতে ২টো ২৫ মিনিটে। তবে ভারতে সেই সময় রাত থাকায় সূর্যগ্রহণ দেখা যাবে না।
ভারতে দেখা না গেলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই দেশগুলি হল- কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, ডোমিনিকা, বাহামা।