শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কা (Sri Lanka Crisis) ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে আপাতত মলদ্বীপে রয়েছেন।
গোতাবায়া দেশ ছেড়ে পালানোর পরই বিক্রমসিঙ্ঘে যে প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলাবেন, তেমনটা আঁচ করতে পেরেছিলেন বিক্ষোভকারীরা। তাঁরা এর বিরোধিতা করেছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্রমসিঙ্ঘে যেন প্রেসিডেন্ট পদের দায়িত্ব না নেন। এমনকী বুধবার তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে বলে বিক্ষোভকারীরা দাবিও তোলেন। কিন্তু বিক্ষোভকারীদের সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বিক্রমসিঙ্ঘে। শপথ নিয়েই গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।
National COVID Update:দেশে কোভিড সংক্রমণ বেড়ে প্রায় ১৭ হাজার, শীর্ষে সেই পশ্চিমবঙ্গ
শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় বুধবার সকাল থেকে ফের জনরোষের খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলতেই দফায় দফায় সেনা এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জও করা হয়। কিন্তু তাতেও দমানো যায়নি বিক্ষোভকারীদের। প্রধানমন্ত্রীর বাসভবনের প্রাচীর টপকে তাঁরা ভিতরে ঢুকে পড়েন। তাঁরা পার্লামেন্টের উদ্দেশেও মিছিল করে যান। কিন্তু পার্লামেন্টের ২০০ মিটার আগেই তাঁদের আটকে দেয় পুলিশ ও সেনা বাহিনী।