২০১৬-র সাড়া জাগানো হত্যাকাণ্ড। পাকিস্তানের সবচেয়ে সাড়া জাগানো অনার কিলিং (Honour Killing)। পরিবারের সুনাম নষ্ট করার অভিযোগে নেটমাধ্যম তারকা ২৬ বছরের কান্দিল বালোচকে (Qandeel Baloch) গলায় ফাঁস লাগিয়ে নৃশংস ভাবে হত্যা করেন তাঁরই দাদা মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim)। সোশ্যাল মিডিয়ায় কান্দিলের প্রতিবাদী কণ্ঠ এবং যে কোনও বিষয়ে স্পষ্ট মত দেওয়ার অভ্যাসের জন্যই বোনকে খুন করে দাদা। ওয়াসিমের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল। যদিও সোমবার ৬ বছর জেল খেটেই খালাস পেলেন তিনি।
ওয়াসিমের গ্রেফতারির পর সে স্পষ্ট জানিয়েছিল, বোনকে খুন করেও সে অনুতপ্ত নয় মোটেই। তাঁর বক্তব্য ছিল, পরিবারের সুনাম যে নষ্ট করবে, তাঁকে এ ভাবেই শাস্তি পেতে হবে। প্রয়োজনে, আবার সে অস্ত্র ধরবে। বোনকে খুন করার কারণ, বোনের ব্যবহার দিনকে দিন তাঁর কাছে অসহ্য হয়ে উঠছিল।
ওয়াসিমের আইনজীবী জানিয়েছেন, মুলতানের একটি আদালত তাঁর মক্কেলকে বেকসুর খালাস করার রায় দিয়েছে। যদিও আদালতের রায় এখনও প্রকাশ্যে আসেনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ছেলেকে ক্ষমা করে দেওয়ার আর্জি নিয়ে আদালতে আবেদন করেছিলেন কান্দিল, ওয়াসিমের মা-বাবা। জানা যায়নি তা। এ সপ্তাহের শেষেই জেল থেকে মুক্ত পাবেন ওয়াসিম।