রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) যুদ্ধের প্রেক্ষিতে এবার বড় সমস্যায় পড়তে পারেন ভারতীয় কৃষকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladinir Putin) সম্প্রতি পশ্চিমী রাষ্ট্রগুলির প্রতি এক নতুন সতর্কবার্তা দিয়েছেন। তার প্রভাব পড়তে পারে ভারতেও।
১০ মার্চ রাশিয়ার সরকারি আধিকারিকদের প্রতি এক ভাষণে পুতিন জানান, সারের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া, তা আরও বাড়তে পারে। যদি পশ্চিমী রাষ্ট্রগুলি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা বন্ধ না করে, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি সার রপ্তানিকারক দেশ হিসাবে রাশিয়া এবং বেলারুশ পাল্টা ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: Russia Ukraine War: মারিওপোলের শিশু হাসপাতালে রুশ বিমানহানায় গুরুতর জখম ১৭
পুতিনের এই বিবৃতি ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত বিশ্বের সবচেয়ে বেশি ইউরিয়া আমদানি করে। বিপুল পরিমাণ সারও কেনে ভারত। এমনিতেই কেন্দ্রীয় বাজেটে কৃষিখাতে বরাদ্দ ১ লক্ষ ৪০ হাজার কোটি থেকে কমে ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা করা হয়েছে। তার উপর সারের দাম আরও বাড়লে সমস্যা জটিলতর হবে।
রাশিয়া প্রতি বছর ৫০ মিলিয়ন টন সার উৎপাদন করে, যা গোটা বিশ্বের মোট সার উৎপাদনের ১৩ শতাংশ।