বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর গণভবনের দখল নেয় আন্দোলনকারীরা। যদিও তারপর আন্দোলনকারীদের বিরুদ্ধে গণভবনের ভিতরে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।)
লুটতরাজের যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে, গণভবনের টিভি থেকে শুরু করে রাজহাঁস সবই নিয়ে পালাচ্ছেন আন্দোলনকারীরা। এমনকি, গণভবনের ভিতরে খাওয়াদাওয়াও করেছেন তাঁরা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিছানায় শুয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে এক আন্দোলনকারীকে।
কী কী নিয়ে গিয়েছেন আন্দোলনকারীরা?
সোশ্যাল মিডিয়ায় যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, টিভি, কম্পিউটার, সোফা নিয়ে চলে যাচ্ছেন আন্দোলনকারীরা। এমনকি, গণভবনের ভিতর থেকে শাড়ি নিয়েও চলে যান অনেকে। হ্যাঙার সমেত শাড়ি নিয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে।
এদিকে গণভবনের ভিতরে থাকা রাজহাঁস ও ছাগল নিয়েও পালিয়ে গিয়েছেন অনেকে। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।) এদিকে গণভবনের ভিতরে রাখা ছিল একটি প্লে স্টেশন। ওই গেমিং কনসোলটি নিয়েও চলে যেতে দেখা গিয়েছে এক আন্দোলনকারীকে।
এদিকে দেশ ছেড়ে আগরতলা হয়ে গাজিয়াবাদের ভারতীয় বায়ুসেনার একটি বিমান ঘাঁটিতে নেমেছিল শেখ হাসিনার বিমান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন আপাতত ভারতেই রয়েছেন তিনি। আগামী দিনে কী করবে সেনিয়ে ভাবার সময় দেওয়া হয়েছে।