দুর্ঘটনার কবলে প্রিন্স হ্যারি ও মেগান। মঙ্গলবার নিউ ইয়র্কে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে যান তাঁরা। সেখান থেকে ফেরার পথেই হ্যারির গাড়ি অনুসরণ করেন পাপারাৎজিরা। বুধবার প্রিন্সের মুখপাত্র জানিয়েছেন, ফটোগ্রাফারদের হাত থেকে বাঁচতে ২ ঘন্টা ধরে ঘুরে বেড়িয়েছেন তাঁরা।
১৯৯৭ সালে ৩১ অগাস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়না। এবারও ডায়নরা পরিণতি হতে পারত হ্যারি ও মেগানের। বাবা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পর প্রথমবার কোনও ইভেন্টে যান হ্যারি। সেই অনুষ্ঠানে তাঁদের সঙ্গে ছিলেন মা ডরিয়াও।
ভয়াবহ এই হামলার কথা প্রকাশ করেছেন হ্যারির মুখপাত্র। তিনি জানান, এই ২ ঘণ্টায় একাধিক গাড়িতে ধাক্কা লাগার আশঙ্কা ছিল। বেশ কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়ানো গিয়েছে। বুধবার ব্রিটিশ রাজ পরিবারের তরফে এই ঘটনার কথা প্রকাশ করা হয়েছে।