70 years of queen of england: রাজ সিংহাসনে রানির ৭০ বছর, ওভাল সাক্ষী রাজকীয় লাঞ্চের

Updated : Jun 06, 2022 07:23
|
Editorji News Desk

একেই বলে মহাভোজ। জামাইষষ্ঠীর দুপুরে ইলিশ-চিংড়ি সহযোগে যখন খেয়ে উঠে জামাই বাবাজীবনরা সুখের ঢেঁকুর তুলছেন। তখন ওভাল ক্রিকেটের মাঠে ভরে উঠেছে কেক-প্যাসট্রির সৌরভে। সিংহাসনে রানির ৭০ বছর পূর্তি। তাই এলিজাবেথের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সানডে লাঞ্চ। অতিথি সংখ্যাকে মাথায় রেখেই নেওয়া হয়েছিল ওভাল ক্রিকেট স্টেডিয়াম। তার সর্বত্র শুধু খাবারের আয়োজন। মায়ের রাজ সিংহাসনে ৭০ বছর, তাই অতিথিদের দেখভালের ভার পড়েছিল যুবরাজ চালর্সের উপরেই। বয়সকে দূরে ঠেলেই অতিথিদের সঙ্গে মেতে ছিলেন যুবরাজ। সঙ্গে ছিলেন তাঁর গিন্নি ক্যামিলাও।

কী ছিল মেনুতে ? আগে জানতে চান কী ছিল না। রাজবাড়ির তরফে জানানো হয়েছে, কেকই ছিল প্রায় ৩০ ধরণের। সঙ্গে পাফ, বিস্কুট, স্যান্ডউইচ আর হাজারো চকলেট। মেন কোর্সে ছিল প্রায় ৩০০ রকমের পদ। আর ছিল চায়ের আয়োজন। যেখানে জায়গায় পেয়েছিল দার্জিলিঙের চা-ও।

খোস মেজাজেই একটা দুপুর কাটালেন যুবরাজ। অতিথি সেবার সঙ্গে ছোটদের সঙ্গেও আড্ডায় মাতলেন তিনি। রবিবারই শেষ হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছরের অনুষ্ঠানে। সেই রাজকীয় লাঞ্চের সাক্ষী ছিল ওভাল ক্রিকেট স্টেডিয়াম।

Queen Elizabeth IIPrince CharlesEngland

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির