পা ছুঁয়ে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। না কোনও বিজেপি কর্মী বা সমর্থক নন। চিরাচরিত প্রথা ভেঙে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান জানিয়েছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। রবিবার ওই দেশে গিয়েছেন তিনি। বিমানবন্দরে নরেন্দ্র মোদী পা ছুঁয়ে প্রণাম করেছেন ওই দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি এই প্রথম কোনও বিদেশি প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন। এই ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে।
শুধু প্রণাম নয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রথা ভেঙে এই দেশ। এই প্রথম সূর্যাস্তের পর সেই দেশে গিয়েছেন কোনও রাষ্ট্রপ্রধান। তখনই বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে মোদীর সঙ্গে হাত মেলান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। তারপরেই প্রণাম সারেন। এই ঘটনায় আপ্লুত মোদীও।