রুশ-ইউক্রেন যু্দ্ধের মাঝে ইউরোপে (Europ) সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তিনি যে দেশেই যাচ্ছেন, তাঁকে দেখতে বিমানবন্দরে ভিড় করছেন ভারতীয়রা (Indians)। মঙ্গলবারও কোনও ব্যতিক্রম হল না কোপেনহেগেনে (Copenhagen)। শুধু ভারতীয় প্রধানমন্ত্রীর বিমান কোপেনহেগেনের মাটি ছোঁয়ার অপেক্ষায় ছিল। বিমানবন্দরের বাইরে আসতেই সেই চেনা স্লোগান 'হর হর মোদী, ঘর ঘর মোদী'। প্রবাসে থাকা দেশবাসীরা তাঁকে সাদরে আমন্ত্রণ জানালেন।
ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানতে কোপেনহেগেন বিমানবন্দরে হাজির ছিলেন ডেনমার্কের (Denmark) প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন। তিনি মোদীকে আমন্ত্রণ জানানোর আগেই ভারতের প্রধানমন্ত্রী মজে গেলেন ঢোলের সুরে। নিজেও এগিয়ে গেলেন। তারপর বাকি দেশবাসীর সঙ্গে তিনিও তাল, লয়ে মিশে গেলেন। কোপেনহেগেন বিমানবন্দর সাক্ষী থাকল প্রবাসী ভারতীয়দের সঙ্গে ঢোল বাজাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখানেই শেষ নয়, বিমানবন্দরে চমক আরও ছিল। আর তা হল ড্যানিস ড্রাম। ইউরোপের ফুটবল মাঠে তাঁদের সুর ভীষণ পরিচিত। সেই সুরেই এদিন ভেসে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। খানিকক্ষণ মুগ্ধ হলেন ড্যানিস ড্রামারদের সুরের জাদুতে।
এই সফরে ড্যানিস প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি সেদেশের রানির সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদী। বৈঠক করবেন প্রবাসী শিল্পপতিদের সঙ্গেও।