গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দক্ষিণ কুয়েতের এক বহুতলে আগুন। এই ঘটনায় ৪০ ভারতীয়-সহ কমপক্ষে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মাঙ্গাফ শহরের এই ঘটনায় শোকপ্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নির্দেশে দিয়েছেন তিনি। জখম আরও ৫০ বলেই জানা গিয়েছে।
কুয়েত সরকার জানিয়েছে, ভারতীয় সময় সকাল ছটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে, ওই সময় আবাসনের মধ্যে মোট ১৯৫ জন ছিলেন। কারণ, এই আবাসনে মূলত বিভিন্ন দেশের শ্রমিকরা থাকতেন। ভারতীয়দের মধ্যে তামিলনাড়ু এবং কেরল থেকে যাওয়া শ্রমিকদের সংখ্যা বেশি বলেই জানা গিয়েছে।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কুয়েতের মানগাফ শহরের অগ্নিকাণ্ডে তিনি শোকাহত। এই ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। কুয়েতের ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। বিপর্যস্তদের সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে কাজ করা হচ্ছে।