লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে রাজ্য সরকারের। বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মাদ্রিদের একাধিক কর্মসূচি শেষ করে রবিবার বার্সেলোনার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য আয়োজন করা হয় আদ্যোপান্ত একটি বাঙালি অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানের শুরুতেই মস্ত ভুল করলেন অনুষ্ঠানের সঞ্চালক।
প্রবাসী ভারতীয়দের সম্মেলনের অনুষ্ঠানের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করতে শোনা যায় সঞ্চালককে। তবে এত বড় ভুলেও হাততালিতে ফেটে পড়ে গোটা হল। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় বিদেশের মাটিতে ঘটে যাওয়া এই ঘটনা কি তাহলে অন্যকিছুর ইঙ্গিত দিচ্ছে? চাপানউতর শুরু রাজনৈতিক মহলে।
La Liga Academy in Kolkata: কিশোরভারতী স্টেডিয়ামে হবে লা লিগা অ্যাকাডেমি, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, লা লিগা অ্যাকাডেমির জন্য যাদবপুর-সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকেই চূড়ান্ত করল রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাদ্রিদ থেকেই এই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে লা লিগা অ্যাকাডেমির জন্য স্থান নির্দিষ্ট করে ফেলেছে রাজ্য সরকার।