প্রতি বছর জুন মাসে গোটা বিশ্বজুড়ে পালিত হয় 'প্রাইড মান্থ' বা গর্বের মাস। এই গর্ব আসলে নিজের অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার, এই গর্ব মুক্ত চিন্তার সতেজ হাওয়ায় নিজেদের মন ও মস্তিষ্ককে ফুরফুরে করে তোলার, এই গর্ব ভালোবাসা ও উদারতার। 'গর্বের মাস' মনে করিয়ে দেয় ১৯৬৯ এর নিউ ইয়র্কের স্টোনওয়াল বিদ্রোহের কথা। সেই সময় নিউ ইয়র্ক পুলিশ প্রায়শই সমকামিদের বারগুলিতে হানা দিত। ওই দেশে তখন সমকামিতা নিষিদ্ধ। ২৮ জুন পুলিশ গুলি চালায় কয়েকজন সমকামীর ওপর। এরপরই পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিশাল প্যারেড হয়েছিল স্টোনওয়ালে। পরবর্তীকালে প্রতি বছর ওই দিনটিকে স্মরণ করে বিশ্বজুড়েই পালন করা হয় প্রাইড প্যারেড।
এই লড়াই যেন এক পূর্ণতা পেয়েছিল ২০১৩ সালে। যখন প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা নিজের বক্তৃতায় সমকামি ও তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে টেনে নেওয়ার বার্তা দেন। তিনি বলেছিলেন, "যতদিন আমাদের সমকামি ভাইবোনরা সমানাধিকার না পাচ্ছেন, ততদিন এই লড়াই শেষ হবে না"।