ছিল নিছকই আরও এক সমুদ্র অভিযান। কার্যক্ষেত্রে যা হয়ে দাঁড়াল গুপ্তধনের ভাণ্ডার আবিষ্কারের কারণ! এমন ঘটনাই ঘটেছে সম্প্রতি গ্রেট ব্রিটেনে। ১৭৫ বছর আগে ডুবে যাওয়া এক জাহাজের সন্ধান পেল ডুবুরির দল! এ যেন মহাসাগরের তলা থেকে আরও এক টাইটানিক উদ্ধার! এই জাহাজের মধ্যে থেকে পাওয়া গেল ১৭৫ বছরের পুরনো অজস্র শ্যাম্পেনের বোতলও! বিশেষজ্ঞদের মতে, এইসব শ্যাম্পেনের বোতলের দাম কার্যত আকাশছোঁয়া!
উল্লেখ্য, গত ১১ জুলাই সুইডিশ উপকূলের বাল্টিক সাগরের ওল্যান্ড দ্বীপের দক্ষিণ দিকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ডুব দেন ২ ডুবুরি। সেখানে বেশ কয়েকঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর সময়েই তাঁরা লক্ষ করেন ওই জাহাজটি।
তাঁরা খবর দেওয়ার পর একটি ডাইভিং গ্রুপের ৪০ জন সদস্য নামেন অনুসন্ধানকার্যে। সমুদ্রের অন্তত ১৯০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় মিনারেল ওয়াটারের বোতল, পোর্সেলিনের কারুকাজ করা বাসনপত্র এবং প্রচুর শ্যাম্পেনের বোতল। যা প্রায় ১৭৫ বছরের পুরনো!
উনিশ শতকের ওই জাহাজটি কার্যত ভাল অবস্থাতেই রয়েছে। শ্যাম্পেন ও জলের বোতলগুলি বড় বড় ঝুড়িতে ভরা ছিল। যদিও, শ্যাম্পেনগুলি কোন সংস্থার তা এখনও স্পষ্ট নয়।