তিনি মোদীর ফ্যান । নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমনই বলতে শোনা গেল বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি, টেসলা ও টুইটার সংস্থার মালিক ইলন মাস্ক (Modi meets Elon Musk) । মঙ্গলবার নিউইয়র্ক (Newyork) পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানেই মাস্কের সঙ্গে দেখা করেন মোদী । প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত ইলন মাস্ক । তাঁর গলায় শোনা গেল ভারতেরও ভূয়সী প্রশংসা । আগামী বছর তাঁর ভারতে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন টেসলা কর্তা ।
মাস্ক মনে করেন, বিশ্বের অন্য়ান্য বড় দেশগুলির তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। মোদী প্রসঙ্গে টেসলা কর্তা বলেন, 'মোদী সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। উনি সংস্থাগুলিকে সবরকমভাবে সহায়তা করতে চান এবং স্বাভাবিকভাবেই একই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান যে দেশের যাতে লাভ হয়।' এরপরেই তাঁকে বলতে শোনা যায় যে, তিনি মোদীর ফ্যান ।
প্রধানমন্ত্রী ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন । এই বিষয়ে তাঁরা আগ্রহী বলে জানিয়েছেন ইলন মাস্ক ।