বয়স হয়েছিল অনেক। তবু রানির মৃত্যু তো শুধু ব্যক্তি এলিজাবেথের মৃত্যু নয়। ব্রিটেনের রাজতন্ত্রের ইতিহাসের একটা বড় অংশের মুছে যাওয়া। স্বভাবতই দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু থমকে দিয়েছে গোটা দেশকে। সারা দুনিয়া থেকেই আসছে শোক বার্তা। টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
২০১৫, এবং ২০১৮ তে দু'বার রানির সঙ্গে দেখা হয়েছিল তাঁর, মোদীর স্মৃতিচারণায় এল রানির উষ্ণ অভ্যর্থনার উল্লেখ। দ্বিতীয় এলিজাবেথের বিয়ের উপহার হিসেবে মহাত্মা গান্ধী তাঁকে একটি রুমাল দিয়েছিলেন, সেটিও রানি দেখিয়েছিলেন মোদীকে।
Queen Elizabeth II dies: এল সময় 'রানির' মত, ৯৬ বয়সে প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ
সাত দশকেরও বেশি সময় ধরে রানির মুকুট ছিল দ্বিতীয় এলিজাবেথের মাথায়। ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন তাঁর বড় ছেলে চার্লস।