রাষ্ট্রসঙ্ঘের প্রধান কার্যালয়ে (UN Head Quarter) যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মার্কিন সফরের মধ্যেই এই কর্মসূচিতে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মহাত্মা গান্ধীর মূর্তিকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। বিশ্বের ১৮০টি দেশ এদিন যোগা দিবসে রাষ্ট্রসঙ্ঘে যোগ দেয়। প্রত্যেকের সঙ্গে যোগা করেন প্রধানমন্ত্রীও। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, যোগের অর্থ যুক্ত করা। এই যোগাভ্যাস ভারত থেকে এসেছে, এটি দেশের প্রাচীন সংস্কার।
আরও পড়ুন: কারোর হাত নেই, কারোর অঙ্গ বিকল! বিশেষ ক্ষমতাসম্পন্নরাও শামিল যোগাভ্যাসে