ফ্রান্স সফরে গিয়ে উষ্ণ অভ্য়র্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে AI নিয়ে সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্স যান প্রধানমন্ত্রী। মোদীকে আলিঙ্গন করে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।
প্যারিসে নৈশভোজে যান আমেরিকার ভায়েস প্রেসিডেন্ট জেডি ভান্সও। AI নিয়ে সম্মেলনে তিনিও প্য়ারিসে যান। ডোনাল্ডে ট্রাম্পের ডেপুটি ভান্সের সঙ্গেও কথা হয় মোদীর। মাকরঁ ও ভান্সের সঙ্গে কথোপকথনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী. দুদিনের ফ্রান্স সফর শেষ করে বুধবারই আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মোদী।
আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রবেশ করার পর এটিই দুজনের প্রথম বৈঠক হতে চলেছে। মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্ত্বা বিষয়ক সম্মেলনটি ফ্রান্সে হবে। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় এআই নিয়ে সম্মেলন ছিল। সেই বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের মূল লক্ষ্য় ছিলস AI ব্যবহারের নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।