শ্রীলঙ্কার (Sri lanka Crisis) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে যাওয়ার পরেই শনিবার দুপুরে রাজধানী কলম্বোয় তাঁর প্রাসাদে ঢুকে পড়ল হাজার হাজার মানুষ। গোটা দেশেই এখন অগ্নিগর্ভ পরিস্থিতি।
শুক্রবার দুপুর থেকেই শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। দলে দলে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী কলম্বোয় ঢুকে পড়ে। বিপদ আঁচ করে শুক্রবার রাতেই প্রেসিডেন্ট রাজাপক্ষেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সেনা। শনিবার কার্ফু উপেক্ষা করে হাজার হাজার মানুষ কলম্বোয় রাজাপক্ষের সরকারি প্রাসাদ ঘিরে ধরে। কাঁদানে গ্যাসের গোলা ছুড়ে, শূন্যে গুলি ছুড়েও তাদের রুখতে ব্যর্থ হয় পুলিশ। ব্যারিকেড ভেঙে মানুষ ঢুকে পড়ে রাজাপক্ষের প্রাসাদে।
উল্লেখ্য, আর্থিক ভাবে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা। গত কয়েক মাস ধরে দেশের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে জনতা। অনেক ক্ষেত্রে জনতার হাতে প্রহৃত হয়েছে শাসক দলের একাধিক নেতা। অনেক নেতার বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার খোদ প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল বিক্ষুব্ধ জনতা।