ফ্লাইটে উঠেছিলেন এক ভদ্রমহিলা। পুরো যাত্রাপথের পর উড়ান শেষ হল যখন, তখনই এক ব্যক্তি তাঁকে একটি হাতে লেখা নোট ধরিয়ে দিলেন। হাতে লেখা নোটটি দেওয়ার পর ওই ব্যক্তি মহিলাকে অনুরোধ করেন, তিনি যেন এই নোটটি দেখে 'অস্বস্তিবোধ' না করেন! তিনি ভদ্রমহিলাকে এই 'প্রমিস'-ও করেছিলেন যে এই নোটে 'খারাপ' কিছু নেই! বিমান থেকে নামার পর সেই নোটটি খোলেন ওই মহিলা। অবাক হয়ে দেখেন, সেখানে লেখা- 'আপনার চুলটা খুব সুন্দর। এত অপূর্ব চুল খুব বেশি দেখিনি'।
এক্স-এ একটি পোস্টে (আগের টুইটার) @EYEamLRBY ইউজার এই অদ্ভুত ঘটনাটি শেয়ার করেছেন। মহিলার কথায়, 'আমি ওই হাতে লেখা নোটটা দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম'। তবে, তার সঙ্গে এই কথাও তিনি স্বীকার করে নেন যে, ওই নোট দেখে তিনি চমকে গেলেও, তাতে তার মনে কোনও খারাপ লাগা তৈরি হয়নি।
তবে, এই কাহিনীর আরও একটি দিক রয়েছে। ওই নোটটিতে ১০০ ডলারের একটি স্লিপও গুঁজে দেওয়া ছিল! মহিলার বক্তব্য, ওই ব্যক্তি তাঁর ফোন নম্বর চাননি এবং পরে যোগাযোগ করার কোনও কথাও বলেননি।
যদিও, পোস্টটি শেয়ার করার পর বাকি এক্স ব্যবহারকারীরা সবাই এটিকে ঠিক 'ভালভাবে' গ্রহণ করতে পারেননি। একজন লিখেছেন, 'একশো ডলার পেলে তো ভাল লাগতই আমার। আমি তো উন্মাদ হয়ে যেতাম!'
আরেকজন বলেন, 'আপনি যতই বলুন অস্বস্তিতে পড়েননি। কিন্তু, ঘটনাটা আপাতভাবে বেশ অবাক করা। এবং, অদ্ভুতও। অচেনা-অজানা লোক আচমকা এরকম নাটকীয়ভাবে চুলের প্রশংসা করলে তাঁকে নিয়ে মাথায় তুলে নাচার মতো কিছু হয়নি।'