Bizarre Flight Incident: মহিলার চুলের প্রশংসা করে ১০০ ডলার দিলেন পুরুষ সহযাত্রী, প্রতিক্রিয়া নেটিজেনদের

Updated : Aug 21, 2024 16:31
|
Editorji News Desk

ফ্লাইটে উঠেছিলেন এক ভদ্রমহিলা। পুরো যাত্রাপথের পর উড়ান শেষ হল যখন, তখনই এক ব্যক্তি তাঁকে একটি হাতে লেখা নোট ধরিয়ে দিলেন।  হাতে লেখা নোটটি দেওয়ার পর ওই ব্যক্তি মহিলাকে অনুরোধ করেন, তিনি যেন এই নোটটি দেখে 'অস্বস্তিবোধ' না করেন! তিনি ভদ্রমহিলাকে এই 'প্রমিস'-ও করেছিলেন যে এই নোটে 'খারাপ' কিছু নেই! বিমান থেকে নামার পর সেই নোটটি খোলেন ওই মহিলা। অবাক হয়ে দেখেন, সেখানে লেখা- 'আপনার চুলটা খুব সুন্দর। এত অপূর্ব চুল খুব বেশি দেখিনি'।

এক্স-এ একটি পোস্টে (আগের টুইটার) @EYEamLRBY ইউজার এই অদ্ভুত ঘটনাটি শেয়ার করেছেন। মহিলার কথায়, 'আমি ওই হাতে লেখা নোটটা দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম'। তবে, তার সঙ্গে এই কথাও তিনি স্বীকার করে নেন যে, ওই নোট দেখে তিনি চমকে গেলেও, তাতে তার মনে কোনও খারাপ লাগা তৈরি হয়নি।

তবে, এই কাহিনীর আরও একটি দিক রয়েছে। ওই নোটটিতে ১০০ ডলারের একটি স্লিপও গুঁজে দেওয়া ছিল! মহিলার বক্তব্য, ওই ব্যক্তি তাঁর ফোন নম্বর চাননি এবং পরে যোগাযোগ করার কোনও কথাও বলেননি। 

যদিও, পোস্টটি শেয়ার করার পর বাকি এক্স ব্যবহারকারীরা সবাই এটিকে ঠিক 'ভালভাবে' গ্রহণ করতে পারেননি। একজন লিখেছেন, 'একশো ডলার পেলে তো ভাল লাগতই আমার। আমি তো উন্মাদ হয়ে যেতাম!'

আরেকজন বলেন, 'আপনি যতই বলুন অস্বস্তিতে পড়েননি। কিন্তু, ঘটনাটা আপাতভাবে বেশ অবাক করা। এবং, অদ্ভুতও। অচেনা-অজানা লোক আচমকা এরকম নাটকীয়ভাবে চুলের প্রশংসা করলে তাঁকে নিয়ে মাথায় তুলে নাচার মতো কিছু হয়নি।'

Flight

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির