ওয়াশিংটন বিমানবন্দরের কাছেই যাত্রীবাহি বিমানকে ধাক্কা মারল সেনার চপার। যার জেরে পাশের নদীতে ভেঙে পড়েছে বিমান। সেইসময় ওই বিমানে ৬৪ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ভারতীয় সময় এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে।
আমেরিকান এজেন্সি থেকে জানা গিয়েছে, আকাশেই আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানে এসে ধাক্কা মারে মার্কিন সেনার ব্ল্যাক হক চপার। পাশের পটোম্যাক নদীতে ভেঙে পড়ে যাত্রী বোঝাই বিমান। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, কানসাস থেকে ৬৪ জনকে নিয়ে ওয়াশিংটন ফিরছিল আমেরিকান এয়ারলাইন্সের এই বিমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াশিংটনে বিমানটি নামার আগেই তাতে সজোরে গিয়ে ধাক্কা পারে সেনার চপার।
জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকে পাশের নদীতে উদ্ধারের কাজ চলছে। এখনও পর্যন্ত কিছু কিছু ধংসাবশেষ পাওয়া গিয়েছে বলে দাবি মার্কিন প্রশাসনের।