মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল গ্রিস। যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের (Train Accident) মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ২৫ জন। বুধবার ভোররাতের এই ঘটনায় গুরুতর আহত প্রায় ৮৫ জন। মুখোমুখি সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় দুটি ট্রেনের বেশ কয়েকটি কামরা। তিনটি কামরায় আগুন ধরে যায় বলেও খবর। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে সংবাদসংস্থা এপি সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে, বুধবার ভোররাতে গ্রিসের থেসালি অঞ্চলের টেম্পেতে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুটি ট্রেনের। হঠাৎই সিগন্যালিংয়ের গোলযোগের জেরে একই লাইনে চলে আসে ওই দুটি ট্রেন। সংঘর্ষের ফলে যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীবাহী ট্রেনে কমপক্ষে ৩৫০ জন যাত্রী ছিল বলেই খবর।
আরও পড়ুন- Awas Yojana Scam: রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কেন্দ্রের