লাহোরের জামান পার্কে তাঁর বাড়ি ঘিরে ফেলেছিল ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের পুলিশ। তবু অধরা রইলেন ইমরান খান। বাড়ির ভিতরে ঢুকেও তেহরিক-ই-ইনসাফের নেতাকে খুঁজে পেল না পুলিশ। তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করতে এসে খালি হাতেই ফিরতে হল তাঁদের। যদিও, ইমরান যে বাড়িতেই রয়েছেন, সেই তথ্য পুলিশের কাছে ছিল কি না তা স্পষ্ট করেননি তাঁরা। তবে, ইমরান খান গ্রেফতার হতে পারেন, এই খবর জানতে পেরেই তাঁর বাড়ির সামনে ভিড় করেছিল অগণিত সমর্থক।
সূত্রের খবর, ইতিমধ্যেই একটি সাংবাদিক সম্মেলন করে ইমরান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগই ভুয়ো।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রি করার অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে।এই জন্যই পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।