আবারও কি পটপরিবর্তন ঘটতে চলেছে পাকিস্তানের রাজনফতিক অঙ্গনে? আজ ইসলামাবাদের (Islamabad) সমাবেশ থেকে কি পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন ইমরান খান (Imran Khan)? টালমাটাল রাজনৈতির পরিস্থিতির জেরে তুঙ্গে উঠেছে জল্পনা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের ইউটিউব পেজের নাম বদলে ইমরান খান করে দেওয়া হয়েছে। ফলে এই জল্পনা আরও তীব্র হয়েছে।
রবিবার ইসলামাবাদে একটি সমাবেশের ডাক দিয়েছেন ইমরান৷ অনুমান করা হচ্ছে যে সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা করতে পারেন৷
পাক সংসদের বিরোধীদের দাবি, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু সদস্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে গিয়েছেন। ইমরান সরকারের ৫০ জনের বেশি ফেডারেল ও প্রাদেশিক মন্ত্রীকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। সেনাবাহিনীও (Pakistan Army) ইমরান খানের উপরে আস্থা হারিয়েছে।
আরও পড়ুন: Mariupol attack: রুশ হানায় মারিউপোলে অন্তত ৩০০ জন ইউক্রেনিয়-র নিহত হওয়ার আশঙ্কা
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পেশ করে। ৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে জিততে ইমরান খান সরকারের কমপক্ষে ১৭২ সদস্যর সমর্থন প্রয়োজন। ইমরানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইর সদস্য ১৫৫ জন। অন্য দলের ১৭ জন সদস্যের সমর্থনে সরকার চালাচ্ছিলেন তিনি। কিন্তু আপাতত পরিস্থিতি যা, তাতে খাদের ধারে দাঁড়িয়ে আছেন ইমরান।