১০ বছরের কারাদণ্ড হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। দেশের গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। এবং সেদেশের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে।
কী অভিযোগ?
অভিযোগ, দেশের গোপন তথ্য সমৃদ্ধ একটি চিঠি ভিন দেশে পাচার করেছেন ইমরান খান। এই মামলার শুনানির জন্য একটি বিশেষ আদালত গঠন করা হয়। সেখানেই মঙ্গলবার শুনানি হয়। এবং শুনানি শেষে ইমরান খান ও তাঁর দল PTI এর সহ সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আগেই গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও চলছে পাকিস্তানের আদালতে। যদিও ইমরানের দাবি, চিঠি সংক্রান্ত পুরো অভিযোগই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর জন্যই চক্রান্ত করা হয়েছে।