ভারতের চাঁদ জয়ের সাফল্য মন ছুঁল ওয়াঘার ওপারের বাসিন্দাদেরও। ইসরোর এই সাফল্যকে বেশ গুরুত্ব দিয়েই কভার করল পাক সংবাদমাধ্যম। এমনকী, চাঁদের কুমেরু জয়ে ভারতের সাফল্যকে এবার কুনির্শ করেছে পাকিস্তান সরকারও।
পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, চন্দ্রযানের সফল অবতরণ বিরাট বৈজ্ঞানিক সাফল্য। যে কৃতিত্বের জন্য অভিনন্দন প্রাপ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের।
আরও পড়ুন : চাঁদের মাটিতে 'শিবশক্তি', চন্দ্রযানের অবতরণস্থলের নামকরণ করলেন মোদী
এটা ঠিক যে গত বুধবার ভারতের এই সাফল্যের পর বিশ্বের প্রতিটি দেশ থেকে শুভেচ্ছা জানানো হয়েছিল। প্রতিপক্ষ রাশিয়াও দিল্লিকে তাদের শুভেচ্ছা পাঠিয়েছিল।
আন্তর্জাতিক মহলের দাবি, গত বুধবারের এই ঘটনার পর পাকিস্তানের সব স্তরের সংবাদপত্রে ভারতের এই সাফল্যের কথা ফলাও করেছে ছাপা হয়েছিল। আর শনিবার দিল্লিকে শুভেচ্ছা পাঠাল পাক বিদেশমন্ত্রক।