ডিসেম্বরের প্রবল শীতে গোটা উত্তর ভারতই আচ্ছন্ন হয়ে পড়েছে কুয়াশায়। এই পরিস্থিতিরই সুযোগ নিতে চাইছে পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী এবং মাদকচক্র। অভিযোগ, ইতিমধ্যেই ভারতের নিরাপত্তারক্ষীবাহিনী সীমান্তের ওপার থেকে ভারতের আকাশের কাছে ড্রোনের গতিবিধির বৃদ্ধি টের পেয়েছে। উত্তর ভারতের অধিকাংশ এলাকাই প্রবল শীতের কারণে কুয়াশায় ঢেকে যাওয়ায় এই গতিবিধির মাত্রা বেড়েছে বলে জানাচ্ছে সূত্র। ড্রোনের গতিবিধি রুখতে ইতিমধ্যেই বিএসএফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা আঁটোসাঁটো করে তুলেছে।
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে আন্তর্জাতিক সীমান্তের সামনে ২০০-র বেশি পাকিস্তানি ড্রোন নজরে পড়েছে ভারতীয় নিরাপত্তারক্ষীবাহিনীর।
নিরাপত্তা আধিকারিকদের মতে, কুয়াশার পুরু চাদরে এলাকা ঢেকে যাওয়ায় পাচারকারীদের তৎপরতা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, কুয়াশার ফলে অসুবিধা হওয়ার জন্য শব্দের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে তাদের।