ভালবাসাকে আর কাঁটাতার আলাদা করতে পেরেছে কবে! পাক তরুণী মন দিয়ে ফেলেছিলেন কলকাতার তরুণকে। আর তাই-ই সমস্ত কাঁটাতার ডিঙিয়ে সে এসে পৌঁছয় প্রেমিকের বাড়িতে। পাকিস্তানি মহিলা জাভেরিয়া খানুম, কলকাতায় আসার পরেই তাঁকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিয়েছেন তিলোত্তমবাসী। কলকাতা এসে ফুচকা চেখে না দেখলে কী আর হয়। জাভেরিয়া খানুম-ও ফুচকা খাওয়ার জন্য তাই আর বেশি দেরি করতে চাননি।
সমীর খান, আগামী মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সমীর জানিয়েছেন, কলকাতার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সকলের তাঁর হবু স্ত্রীকে গ্রহণ করেছেন। জাভেরিয়াও সমানভাবে অভিভূত। সকলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, দেখাও করতে এসেছেন।
West Bengal Weather Update: ৪ ডিগ্রি পারদ নামবে, সঙ্গে উত্তুরে হাওয়া, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত বাংলায়
করাচির বাসিন্দা পাঞ্জাবের অমৃতসর জেলার আত্তারি থেকে ভারতের দিকে পাড়ি দিয়েছিলেন, সেখানেই তাঁকে ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানিয়েছিলেন সমীরের বন্ধুরা। খুব শিগগিরিই কলকাতার বিরিয়ানিও চেখে দেখবেন করাচির কনে। আগামী ১৬ জানুয়ারিতে কলকাতাতেই দুজনের বিয়ে।